আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক
ফাইল ছবি

গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনেই টেলিফোনে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা মৃত্যুর খবর শুনেই ফোন করে কথা বলেছেন। তিনি ১০টায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করেছেন। যেখানে জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ অন্য বিষয়ে আলোচনা হবে। পরে পুরো বিষয়টি দলের পক্ষ থেকে সমন্বয় করে জানানো হবে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অভিভাবক হারালো।

উল্লেখ্য,খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্য সদস্যরা সেসময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন