বইয়ের মোড়ক উন্মোচনে মাহমুদুর রহমান
বিশেষ প্রতিনিধি
জুলাই বিপ্লবের পর ভারতীয় হেজেমনির (আধিপত্যবাদ) বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ-এর কনফারেন্স রুমে ‘৩৬ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এই একটি মাত্র অর্জন দৃশ্যমান ছাড়া আর কোনো কিছুই স্পষ্ট নয়। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা দৃশ্যমান করতে রাজনীতিতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তারা কী করতে চায় সেটাও জাতির সামনে তুলে ধরতে হবে। কিন্তু বিপ্লবীরা এখনো জাতির সামনে তাদের ম্যানিফেস্টো বা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেননি।
মাহমুদুর রহমান বলেন, বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই বিপ্লবে হতাহতদের সুরক্ষা, গণহত্যায় জড়িতদের বিচার এবং আর যাতে কোনো দল ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে, সে ধরনের পদক্ষেপ নেওয়া; কিন্তু এসবের কোনোটাই করতে পারেনি তারা।
সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, এ সরকার আদৌ কোনো সংস্কার করতে পারবে কি না তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। বিপ্লবের ৯ মাস অতিবাহিত হলেও তারা কোনো সংস্কার দৃশ্যমান করতে পারেনি। এজন্য উপদেষ্টাদের ব্যর্থতাই প্রধানত দায়ী।
গ্রন্থটি সম্পাদনা করেন আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন ও মুরশিদুল আলম চৌধুরী। প্রকাশিত গ্রন্থের প্রশংসা করে মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবকে নিয়ে খুব কম গ্রন্থ প্রকাশ হয়েছে। বইটি জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অনন্য দলিল হবে। সরকারের উচিত এ ধরনের গ্রন্থ প্রকাশে উদ্বুদ্ধ করা। কেননা ৯ মাস অতিবাহিত না হতেই বিপ্লবের বয়ান মুছে দেওয়ার জন্য ভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। তাই বিপ্লবীদের এ বিষয়ে আরো বেশি সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবকে পাঠ্যপুস্তকে তথা, বাংলা ও ইংরেজি বইয়ে গদ্য এবং কবিতা আকারে তুলে ধরা হয়েছে। এটা কোনোভাবেই উচিত হয়নি। একে প্রধান হিসেবে তুলে ধরা উচিত।
তিনি আরো বলেন, ‘রাষ্ট্র ও জাতি বিনির্মাণের প্রত্যাশাকে সামনে রেখেই জুলাই বিপ্লবের ঘটনা। কিন্তু আজ ৯ মাস অতিবাহিত না হতেই উল্টোদিকে যাচ্ছি। কোনো কারণে যদি আমরা রাষ্ট্র ও জাতি গঠনের কাজটি না করতে পারি, তাহলে এ ব্যর্থতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দায়ী করবে। সেহেতু আমাদের দেশ ও জাতির স্বার্থে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কাজটি করে যেতে হবে।’
জুলাই বিপ্লবের দিনগুলোর কথা স্মরণ করে অন্যতম সংগঠক ও সমন্বয়ক সাদিক কায়েম বলেন, জুলাইয়ের ১৮ তারিখে আমাদের সমন্বয়কদের আটক করার পর আমরা কঠিন দিন পার করেছি। এরপরও আমরা হাল ছাড়িনি। আমরা ৯ দফা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যেতে থাকি। সেদিন একমাত্র মহান আল্লাহর সাহায্যেই আমরা বিজয় লাভ করেছিলাম। সেই বিপ্লবের ৯ মাসের মাথায় যখন ভিন্ন বয়ান তৈরির চেষ্টা চলছে, সে মুহূর্তে এ ধরনের গ্রন্থ অনন্য দলিল হবে।
আমার দেশ-এর নির্বাহী সম্পাদক আবদাল আহমদ বলেন, জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতি শুরু হয়েছে। এখন সময় ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর ধারাবাহিক বিবরণ উঠে এসেছে এই বইতে।
ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি বলেন, এখন নানাভাবে ইতিহাসকে আড়াল করা হচ্ছে। জুলাইয়ের ইতিহাস নির্মোহভাবে তুলে ধরতে হবে। কিশোর তরুণরা এই আন্দোলনের শক্তি ছিল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন জুলাইয়ের বিবরণ তুলে ধরতে হবে।
বইটির প্রকাশক ঋদ্ধ প্রকাশনীর চেয়ারম্যান ও সাবেক সচিব নূরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ঋদ্ধ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মাসউদ, পরিচালক আলী আহমদ মাবরুর প্রমুখ।
জুলাই বিপ্লবের পর ভারতীয় হেজেমনির (আধিপত্যবাদ) বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ-এর কনফারেন্স রুমে ‘৩৬ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এই একটি মাত্র অর্জন দৃশ্যমান ছাড়া আর কোনো কিছুই স্পষ্ট নয়। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা দৃশ্যমান করতে রাজনীতিতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তারা কী করতে চায় সেটাও জাতির সামনে তুলে ধরতে হবে। কিন্তু বিপ্লবীরা এখনো জাতির সামনে তাদের ম্যানিফেস্টো বা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেননি।
মাহমুদুর রহমান বলেন, বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই বিপ্লবে হতাহতদের সুরক্ষা, গণহত্যায় জড়িতদের বিচার এবং আর যাতে কোনো দল ফ্যাসিবাদী হয়ে না উঠতে পারে, সে ধরনের পদক্ষেপ নেওয়া; কিন্তু এসবের কোনোটাই করতে পারেনি তারা।
সরকারের সংস্কার উদ্যোগের বিষয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, এ সরকার আদৌ কোনো সংস্কার করতে পারবে কি না তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। বিপ্লবের ৯ মাস অতিবাহিত হলেও তারা কোনো সংস্কার দৃশ্যমান করতে পারেনি। এজন্য উপদেষ্টাদের ব্যর্থতাই প্রধানত দায়ী।
গ্রন্থটি সম্পাদনা করেন আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন ও মুরশিদুল আলম চৌধুরী। প্রকাশিত গ্রন্থের প্রশংসা করে মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবকে নিয়ে খুব কম গ্রন্থ প্রকাশ হয়েছে। বইটি জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অনন্য দলিল হবে। সরকারের উচিত এ ধরনের গ্রন্থ প্রকাশে উদ্বুদ্ধ করা। কেননা ৯ মাস অতিবাহিত না হতেই বিপ্লবের বয়ান মুছে দেওয়ার জন্য ভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। তাই বিপ্লবীদের এ বিষয়ে আরো বেশি সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবকে পাঠ্যপুস্তকে তথা, বাংলা ও ইংরেজি বইয়ে গদ্য এবং কবিতা আকারে তুলে ধরা হয়েছে। এটা কোনোভাবেই উচিত হয়নি। একে প্রধান হিসেবে তুলে ধরা উচিত।
তিনি আরো বলেন, ‘রাষ্ট্র ও জাতি বিনির্মাণের প্রত্যাশাকে সামনে রেখেই জুলাই বিপ্লবের ঘটনা। কিন্তু আজ ৯ মাস অতিবাহিত না হতেই উল্টোদিকে যাচ্ছি। কোনো কারণে যদি আমরা রাষ্ট্র ও জাতি গঠনের কাজটি না করতে পারি, তাহলে এ ব্যর্থতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দায়ী করবে। সেহেতু আমাদের দেশ ও জাতির স্বার্থে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কাজটি করে যেতে হবে।’
জুলাই বিপ্লবের দিনগুলোর কথা স্মরণ করে অন্যতম সংগঠক ও সমন্বয়ক সাদিক কায়েম বলেন, জুলাইয়ের ১৮ তারিখে আমাদের সমন্বয়কদের আটক করার পর আমরা কঠিন দিন পার করেছি। এরপরও আমরা হাল ছাড়িনি। আমরা ৯ দফা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যেতে থাকি। সেদিন একমাত্র মহান আল্লাহর সাহায্যেই আমরা বিজয় লাভ করেছিলাম। সেই বিপ্লবের ৯ মাসের মাথায় যখন ভিন্ন বয়ান তৈরির চেষ্টা চলছে, সে মুহূর্তে এ ধরনের গ্রন্থ অনন্য দলিল হবে।
আমার দেশ-এর নির্বাহী সম্পাদক আবদাল আহমদ বলেন, জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতি শুরু হয়েছে। এখন সময় ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা। ছাত্র-জনতার অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর ধারাবাহিক বিবরণ উঠে এসেছে এই বইতে।
ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি বলেন, এখন নানাভাবে ইতিহাসকে আড়াল করা হচ্ছে। জুলাইয়ের ইতিহাস নির্মোহভাবে তুলে ধরতে হবে। কিশোর তরুণরা এই আন্দোলনের শক্তি ছিল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন জুলাইয়ের বিবরণ তুলে ধরতে হবে।
বইটির প্রকাশক ঋদ্ধ প্রকাশনীর চেয়ারম্যান ও সাবেক সচিব নূরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার দেশ-এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ঋদ্ধ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মাসউদ, পরিচালক আলী আহমদ মাবরুর প্রমুখ।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ হবে। ৯০ হাজারের বেশি পদের বিপরীতে এই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।
১১ মিনিট আগেনেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। ওই বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গত শনিবার রাত ১২টার দিকে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে দেশটি থেকে প্রথম ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসে।
২ ঘণ্টা আগেতবে যেসব বিষয়ে বেশি সেবা দেয়া হয়েছে তার মধ্যে মারামারি সংক্রান্ত ৪ হাজার ১০২টি, বিভিন্ন কারণে কাউকে আটকে রাখা সংক্রান্ত বিষয়ে এক হাজার ২১৪টি, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা এক হাজার ৬২টি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে ৯৯২টি।
৭ ঘণ্টা আগেযুক্তরাজ্য সরকারের মন্ত্রীদের মান বিষয়ক উপদেষ্টা কমিটি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করেছে এবং তাকে খালাস দিয়েছে। টিউলিপ সিদ্দিকও দাবি করেছেন যে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এরপরও কেন দুদক এখনও তার বিরুদ্ধে তদন্ত করছে?
৯ ঘণ্টা আগে