শীতের আমেজ শুরু হলেও চলতি মাসে শৈত্যপ্রবাহ নেই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২১: ৫১
ছবি: সংগৃহীত

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আজ সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর ফলে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এছাড়াও আগামী ১৫ নভেম্বর নাগাদ আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। এর আগের দিন সোমবার কুমিল্লায় সর্বোচ্চ ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এরই মধ্যে উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হয়ে গেছে। রাতে ঠাণ্ডা এবং ভোরে কুয়াশা পড়ছে। তাপমাত্রাও ধীরে ধীরে কমছে। আগামী কয়েকদিন আবহাওয়ার অবস্থা এ রকম থাকতে পারে। এছাড়া চলতি মাসে শৈত্যপ্রবাহ কিংবা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত