৪০ দিনেও সই হয়নি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণের ফাইল

রোববার থেকে ফের আন্দোলনে নামছেন মাদ্রাসা শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৬
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৪৩

শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এক হাজার ৯০ টি মাদ্রাসা এমপিওকরণের জন্য চূড়ান্ত করে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়। তবে দীর্ঘ ৪০ দিনেও সেই ফাইলটিতে স্বাক্ষর হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করেছেন। এ অবস্থায় আগামী শনিবারের মধ্যে এই ফাইলে সই না হলে রোববার ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ দিনেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ফাইল স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা মারাত্মক উৎকণ্ঠায় আছেন। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন জানাই। এতে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফাইল অনুমোদন না হলে ১৪ সেপ্টেম্বর থেকে শিক্ষক, ছাত্র, অভিবাবকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে মহা অবস্থান ধর্মঘট সহ আইনগত প্রক্রিয়া গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়। একই দিন এই বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করেও আবেদন জানান শিক্ষক নেতারা। তবে সেই সুযোগ দেয়া হয়নি।

তাই বাধ্য হয়ে রোববার আমরা রোববার বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত