আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই: অর্থ উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী

নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই: অর্থ উপদেষ্টা
ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ভোট হবেই। কোনো কিছুই নির্বাচন আটকাতে পারবে না এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী পৌরসভা প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় উচ্চ আদালতে রিট করে শাকসু নির্বাচন স্থগিত আদেশ প্রসঙ্গ টেনে জাতীয় নির্বাচনেও ভোট বন্ধের শঙ্কা আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই। কোনো কিছুই নির্বাচনের জন্য বাধা হবে না।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। জেলা শিল্পকলা কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনীর বিভিন্ন সরকারি দপ্তর এবং শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে হ্যাঁ ভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করার উদ্দেশে মতবিনিময় সভায় অর্থ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন