বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ জনমনে উদ্বেগ

ওয়াসিম সিদ্দিকী
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৪৪

সম্প্রতি রাজধানীতে আলোচিত কয়েকটি ছিনতাই, ডাকাতি এবং সশস্ত্র মহড়ার ঘটনায় জনমনে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ। বিশেষ করে রামপুরার বনশ্রীতে গত রোববার রাতে কুপিয়ে, গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভীতি ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে।

একই রাতে মোহাম্মদপুরে আরেকটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীদের কোপানোর দৃশ্যও ছিল ভয়ংকর। এরপর ধানমন্ডি এলাকায় সশস্ত্র ব্যক্তিদের মহড়ার ভিডিও নিরাপত্তাহীনতায় যোগ করেছে ভিন্ন মাত্রা।

বিজ্ঞাপন

গতকাল সোমবার এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নগরজুড়ে ছিল আলোচনায়।

বনশ্রীর বাসিন্দা বেসরকারি চাকরিজীবী ফারুক হোসেন বলেন, এভাবে আতঙ্কে দিন কাটানো যায় না। আপনারা দ্রুত ব্যবস্থা নিন।

মোহাম্মদপুরের বাসিন্দা তাওহীদ আমার দেশকে বলেন, এভাবে জনমনে ভীতি সৃষ্টি করে কুপিয়ে ছিনতাই করে বীরদর্পে চলে যাচ্ছে। এগুলো দেখলে ভয় লাগে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সশস্ত্র মহড়া দেওয়ার পরও কেন অপরাধীদের ধরা যাচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন ধানমন্ডির বাসিন্দা প্রবীর দাস। তিনি বলেন, সশস্ত্র বাহিনী মাঠে থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ছিনতাই বাড়ছে কেন? দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেছেন আইজিপি বাহারুল আলম। গতকাল সোমবার রাজশাহীতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। সোমবার থেকে এটি বাস্তবায়ন হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না, না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে।

অন্য পরিকল্পনা কী হতে পারে এমন আভাস পাওয়া যায় বিশ্লেষক অবসরপ্রাপ্ত লে. কর্নেল হেলাল উদ্দিনের কথায়। তিনি বলেন, পরিস্থিতির উন্নতির জন্যে পরিকল্পিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কার্যকর যৌথবাহিনী গঠন করতে হবে। জয়েন্ট কমান্ড সেল গঠন করতে হবে। কার্যকর যৌথবাহিনীর অপারেশনের নিয়ন্ত্রণ থাকতে হবে সেনাবাহিনীর হাতে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যর্থতার দায় স্বীকার করেছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল রাজশাহীতে তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। তবে আমাদের চেষ্টা আছে এবং আত্মজিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটি ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

বিশ্লেষক এবং সাবেক পুলিশ কর্মকর্তা খান সাঈদ হাসান আমার দেশকে বলেন, পুলিশের শীর্ষ কর্মকর্তারা দৃঢ়চেতা না হওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আস্থা পাচ্ছেন না। মনে হচ্ছে যারা আছেন, তারা কিছু সময়ের জন্যে আছেন। এ কারণে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা সাহস পাচ্ছেন না।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রফেসর ড. উমর ফারুক আমার দেশকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশকে আরো একটু শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করে এমন অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করা দরকার।

উমর ফারুক আরো বলেন, পেশাদার দুর্বৃত্তরা জামিনে বেরিয়ে এসে যাতে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।

তবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান গত শনিবার যশোরে এক অনুষ্ঠানে বলেছিলেন, বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ হবে সুশাসন ও ন্যায়বিচার ভিত্তিক। পুলিশকে তদন্তের সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায়।

জানা যাচ্ছে, ভোরে ও রাতে বাইরে বের হতে ভয় পাচ্ছেন রাজধানীবাসী। এই দুই সময়েই ছিনতাইয়ের ঘটনা তুলনামূলকভাবে বেশি ঘটছে। দিনে ও রাতে ঢাকার বাইরে পাবলিক বাসে ডাকাতির ঘটনাও ঘটছে।

রামপুরার বনশ্রী এলাকার ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন এক ব্যক্তিকে ঘিরে ধরে গুলি ও কুপিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিচ্ছে।

একই রাতে মোহাম্মদপুর এলাকার আরেকটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে কুপিয়ে সব কিছু কেড়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা।

অন্যদিকে ধানমন্ডির শংকর এলাকার আরেকটি ভিডিওতে দেখা যায়, মসজিদের মাইকে ডাকাত আসার ঘোষণা দেওয়া হচ্ছে।

জানা যায়, স্থানীয় আলী হোসেন কলেজের সামনে ১০ জনের মতো যুবক জড়ো হয়েছিল। সেটা দেখে স্থানীয় একটি মসজিদ থেকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হয়।

এই তিনটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। অনেকেই আতঙ্কের কথা উল্লেখ করেন। সশস্ত্র বাহিনী মাঠে থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ছিনতাই বাড়ছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এসব ঘটনা বেড়ে যাওয়া প্রসঙ্গে আমার দেশকে নিরাপত্তা বিশ্লেষক হেলাল উদ্দিন বলেন, সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথভাবে অন্যান্য বাহিনীর সমন্বয় হচ্ছে না। পাশাপাশি পরিকল্পনারও অভাব রয়েছে। মাঠপর্যায়ে এনএসআই এবং ডিজিএফআইয়ের যারা তথ্য সংগ্রহ করে, তারা কী করছে? ৫ আগস্টের পর তাদের কি কৈফিয়ত দিতে হয়েছে?

বনশ্রী ও মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর গত রোববার রাত ১টার দিকে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। তারা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন। এ সময় তারা অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। গতকাল সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। গত কয়েক দিন থেকেই দেশের কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করছেন।

এদিকে সাম্প্রতিক ঘটনাবলি এবং নিজের পদত্যাগের দাবির প্রেক্ষাপটে গত রোববার রাত ৩টার পরে সাংবাদিকদের জরুরি ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত