নভেম্বরে গণভোট চায় জামায়াত, সিইসির সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৫: ২১
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৫: ২৮

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামায়াতের নায়েবে আমীর আবু তাহের সাংবাদিকের বলেছেন, তার দল আগামী নভেম্বের গণভোট চায়। সংসদ নির্বাচন পরে করার জন্য বৈঠকে ইসিকে আহবান জানিয়েছেন তারা।

সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।

অন্যদিকে, জামায়াতের পক্ষে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এএইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশও আলোচনায় উঠে আসে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত