আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাষ্ট্রীয় অতিথি ভবনে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছেন পররাষ্ট্রসচিব

আমার দেশ অনলাইন

রাষ্ট্রীয় অতিথি ভবনে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছেন পররাষ্ট্রসচিব

আসন্ন নির্বাচন, নিরাপত্তাসহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এই ব্রিফিং শুরু হয়।

ব্রিফিংয়ে ৩০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত আছেন। যেসব দেশ-সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে আছে, তার মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিস্তিন, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মরক্কো, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নির্বাচনের তফসিল ঘোষণা, এরপর নিরাপত্তা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে এই ব্রিফিং হচ্ছে। ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ জানানো হবে। পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর দেবেন পররাষ্ট্রসচিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন