সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮: ৩০

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৫৯ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এরআগে সরকারি কর্মকমিশন (পিএসসি) এসব কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫৯ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। জাতীয় বেতন-স্কেল, ২০১৫’ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রশাসনের রীতি অনুযায়ী পরবর্তী আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে বলে জানান মন্ত্রণালয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত