শাহজালাল বিমানবন্দর
স্টাফ রিপোর্টার
ইতালির রোম থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে। তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমাজাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল। পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
জানা যায়, বিজি-০৫৬ ফ্লাইট বুধবার সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগে ভোর ৪টা ৩০ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে পাকিস্তানের একটি নম্বর থেকে ওই ফ্লাইটে বোমা রয়েছে বলে তথ্য দেওয়া হয়। ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ২৫০ জন। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত ফ্লাইটটি জরুরি অবতরণের নির্দেশ দেয়। এর ফলে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টায় বোম ডিসপোজাল ইউনিট প্লেনে ঢোকে। তারা ১২টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি। তবে ওই সময় বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক ছিল।
ওই ফ্লাইটের ক্যাপ্টেন নিক্সন আমার দেশকে জানান, আমরা সবাই ভালো আছি। কারো কোনো সমস্যা হয়নি।
এদিকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে যাত্রীরা লাগেজ পাওয়ার পর বিমানবন্দর ত্যাগ করেন। ওই ফ্লাইটের যাত্রী মিজান আমার দেশকে জানান, আমরা অবতরণের পর জানতে পারি, বিমানে বোমা রয়েছে, ব্যাগ রেখে নেমে যেতে হবে। নামার পাঁচ ঘণ্টা পর লাগেজ পেলাম। ছয় ঘণ্টা ফ্লাই করে এসে এরপর আরো পাঁচ ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে খুব কষ্ট হয়েছে। তাহমিনা নামে অপর এক যাত্রী বলেন, অবরুদ্ধ অবস্থার কারণে ভোগান্তিতে পড়েছি। আমার ছোট বাচ্চাকে দুধ খাওয়াতে পারিনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে। সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর চৌধুরী বলেন, বিস্ফোরক থাকার তথ্য প্রথম আসে এপিবিএনের কাছে। সেখান থেকে অপারেশন কন্ট্রোল রুমে জানানো হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করি। দীর্ঘ তল্লাশির পরও কোনো কিছুই পাওয়া যায়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, এপিবিএনের কন্ট্রোল রুমে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এ মেসেজ দেওয়া হয়। এ ধরনের তথ্য দিয়ে আমাদের একদিকে ব্যস্ত রেখে, অন্যদিকে কেউ যেন কোনো অঘটন ঘটাতে না পারে, সে কারণে বিমানবন্দর জুড়ে রেড অ্যালার্ট জারি ছিল। এ সময় ইমিগ্রেশন-কাস্টমস সবই সচল ছিল। ফ্লাইটের ওঠানামাও স্বাভাবিক ছিল। এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।
ইতালির রোম থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে। তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমাজাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল। পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
জানা যায়, বিজি-০৫৬ ফ্লাইট বুধবার সকাল ৯টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এর আগে ভোর ৪টা ৩০ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে পাকিস্তানের একটি নম্বর থেকে ওই ফ্লাইটে বোমা রয়েছে বলে তথ্য দেওয়া হয়। ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ২৫০ জন। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ দ্রুত ফ্লাইটটি জরুরি অবতরণের নির্দেশ দেয়। এর ফলে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টায় বোম ডিসপোজাল ইউনিট প্লেনে ঢোকে। তারা ১২টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি। তবে ওই সময় বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক ছিল।
ওই ফ্লাইটের ক্যাপ্টেন নিক্সন আমার দেশকে জানান, আমরা সবাই ভালো আছি। কারো কোনো সমস্যা হয়নি।
এদিকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে যাত্রীরা লাগেজ পাওয়ার পর বিমানবন্দর ত্যাগ করেন। ওই ফ্লাইটের যাত্রী মিজান আমার দেশকে জানান, আমরা অবতরণের পর জানতে পারি, বিমানে বোমা রয়েছে, ব্যাগ রেখে নেমে যেতে হবে। নামার পাঁচ ঘণ্টা পর লাগেজ পেলাম। ছয় ঘণ্টা ফ্লাই করে এসে এরপর আরো পাঁচ ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে খুব কষ্ট হয়েছে। তাহমিনা নামে অপর এক যাত্রী বলেন, অবরুদ্ধ অবস্থার কারণে ভোগান্তিতে পড়েছি। আমার ছোট বাচ্চাকে দুধ খাওয়াতে পারিনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে। সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর চৌধুরী বলেন, বিস্ফোরক থাকার তথ্য প্রথম আসে এপিবিএনের কাছে। সেখান থেকে অপারেশন কন্ট্রোল রুমে জানানো হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করি। দীর্ঘ তল্লাশির পরও কোনো কিছুই পাওয়া যায়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, এপিবিএনের কন্ট্রোল রুমে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এ মেসেজ দেওয়া হয়। এ ধরনের তথ্য দিয়ে আমাদের একদিকে ব্যস্ত রেখে, অন্যদিকে কেউ যেন কোনো অঘটন ঘটাতে না পারে, সে কারণে বিমানবন্দর জুড়ে রেড অ্যালার্ট জারি ছিল। এ সময় ইমিগ্রেশন-কাস্টমস সবই সচল ছিল। ফ্লাইটের ওঠানামাও স্বাভাবিক ছিল। এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।
পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।
২০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৩৯ মিনিট আগেপ্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে স্বাক্ষরের যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য ও পরিবর্তনের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতীক। এটি আসন্ন নির্বাচনের আগে আস্থা তৈরিতেও সহায়ক হয়েছে।
১ ঘণ্টা আগেঅংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনি যুদ্ধকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচনী যুদ্ধে আমাদের জিততেই হবে, এর কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে