আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাকসুতে ছাত্রদলের মিছিল দেখে ভুয়া-ভুয়া স্লোগান শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
জাকসুতে ছাত্রদলের মিছিল দেখে ভুয়া-ভুয়া স্লোগান শিক্ষার্থীদের

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা শুরুর পর সিনেট ভবনের সামনে নির্বাচন বয়কটের মিছিল নিয়ে আসে ছাত্র দলের নেতাকর্মীরা। মিছিলে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়ের রানিং সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টার এ ঘটনা ঘটে।

দেখা যায়, মিছিলের সামনের দিকে ছাত্রদলের প্যানেলে থাকাসহ ২০-২৫ জন রানিং ছাত্র উপস্থিত ছিলেন। পেছনে যারা ছিলেন তাদের অধিকাংশেরই ছাত্রত্ব শেষ হয়েছে কয়েক বছর আগে।

বিজ্ঞাপন

amardesh_jaksu chatrodol

তাদের মধ্যে, মিছিলে সভাপতি জহির উদ্দীন বাবর (৪০ ব্যাচ), সেক্রেটারি অনিক (৪০ ব্যাচ), আফফান (৩৯ ব্যাচ)সহ যারা ছিল সবাই সিনিয়র। কেউ রানিং শিক্ষার্থী না

ভুয়া-ভুয়া স্লোগান দেওয়া সাধারণ শিক্ষার্থীরা জানান, এখানে যারা মিছিল করছে অধিকাংশই ৩৯ ও ৪০ ব্যাচের শিক্ষার্থী। তারা শান্তিপূর্ণ ভোটকে প্রশ্নবিদ্ধ করতেই সিনেট ভবনের সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে তারা ভোট বর্জনের কথা জানান। তাদের অভিযোগ, ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন