ঢাকায় কয়েকদিন ধরে চলা মৌসুমি বৃষ্টির পর শহরজুড়ে দেখা মিলছে রোদের ঝলকানি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মিশ্র আবহাওয়া। তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো—এই সময়ে রাজধানীর বাতাসের মানে এসেছে লক্ষণীয় উন্নতি।
সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ৫৪, যা ‘ভালো’ মানের খুব কাছাকাছি। একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে সেটিকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়।
গতকাল সকাল ৯টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ১৪৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। সেদিক বিবেচনায়, একদিনের ব্যবধানে বাতাসের মানে এই উল্লম্ফন নিঃসন্দেহে রাজধানীবাসীর জন্য স্বস্তিদায়ক বার্তা।
আজকের স্কোর অনুযায়ী, বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা নেমে এসেছে ৬৪তম স্থানে। দূষণের শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ১৭৩। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (১৬৬) এবং চিলির সান্তিয়াগো (১৬৫)। এসব শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
ঢাকা বহুদিন ধরেই বায়ুদূষণের মারাত্মক শিকার। বিশেষত শীতকালে বায়ুমান ভয়াবহ রূপ নেয়, তবে বর্ষাকালে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মেলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। এর পেছনে প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার ও তীব্র শ্বাসযন্ত্র সংক্রমণ।
আজকের উন্নত বাতাস ঢাকাবাসীর জন্য যেমন স্বস্তির, তেমনি এটি শহরের জন্য একটি ইতিবাচক ইঙ্গিতও। নিয়মিত এই মান বজায় রাখা গেলে জনস্বাস্থ্য রক্ষায় তা হবে বড় অগ্রগতি।

