সাতদিনের টানা বৃষ্টির পর গত দুইদিন ধরে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি কমে সারাদেশে তাপমাত্রা বেড়েছে। শনিবার থেকে সারাদেশে মৃদু তাপপ্রবাহ বইছে। এদিন দেশের কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শনিবার দেশের ৫১টি সেন্টারে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। ৫১টি সেন্টারের মধ্যে ১২টি সেন্টার এলাকায় গত কয়েকদিনের তুলনায় পরিমাণে খুবই কম বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ খুলনার কয়রা এলাকায় ২০ মিলিমিটার, নোয়াখালীর হাতিয়ায় ১৩, কক্সবাজারের টেকনাফে ও বান্দরবানে ৭ মিলিমিটার করে বৃষ্টি রেকর্ড করা হয়।
শনিবার রাত ৮টার দিকে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, বৃষ্টি কমে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় সারাদেশেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এ অবস্থা আরো কয়েক অব্যাহত থাকতে পারে।
এই আবহাওয়াবিদ বলেন, রোববার ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৫ ও ১৬ জুলাই রংপুর, রাজশাহী ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১৭ জুলাই থেকে টানা কয়েকদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইতে পারে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

