পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯: ২১
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯: ২৭
কুয়াশায় ঢেকে গেছে চারদিক। ছবি : সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তেই শীত জেঁকে বসেছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পরেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ, কমতে থাকে তাপমাত্রা।

আজ বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। এক সপ্তাহের ব্যবধানে পঞ্চগড়ে তাপমাত্রা অন্তত ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন জেলায় ১৬.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে তাপমাত্রা ক্রমেই কমেছে। তবে নভেম্বরের শেষে তাপমাত্রা আরো কমতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত