উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি বাংলাদেশের ঘনীভূত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই বৃহস্পতিবার সারাদেশে ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ খান আমার দেশকে বলেন, লঘুচাপটি বাংলাদেশের দিকে ঘনীভূত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী রংপুর ও ময়মসিংহ এলাকায় দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বুধবারের চেয়ে বৃহস্পতিবার সারাদেশে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। ছয়টার পর বৃষ্টি নামে, সাতটা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেলে পথচারীরা পড়েন ভোগান্তিতে।

