ঢাবি সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন গুম থেকে ফেরত জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান আশিক।
গতকাল বুধবার (১১ জুন) বিকালে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণ কর্মসূচি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট বাঁশখালীর চাম্বলে ছাত্রলীগ সন্ত্রাসী ও পুলিশের হামলায় আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় সাবেক ছাত্রনেতা আশিক বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদি শাসনামলে খুনি হাসিনা বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল। দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন হলেও এখনো সর্বত্র স্বৈরাচার হাসিনার দোসররা বহাল তবিয়তে আছে। তাই বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে রাষ্ট্র মেরামতের বিকল্প নেই। এই পুনর্গঠন প্রক্রিয়ায় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ঐতিহাসিক সনদ হিসেবে ভূমিকা পালন করবে।
বক্তব্যে বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক 'মহাকাব্য' রচনা করবে প্রত্যাশা ব্যক্ত করেন গুম থেকে ফেরত ছাত্রনেতা আশিক। লিফলেট বিতরণ কর্মসূচিতে বাঁশখালী উপজেলা বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
লিফলেট কর্মসূচি শেষে ছাত্রনেতা আশিক জুলাই যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে আহত জুলাই যোদ্ধাদের কাছ থেকে সেই বিভীষিকাময় দিনের বাস্তব বর্ণনা শোনেন। সেদিনের গুলিবর্ষণকারী অনেকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'বাঁশখালীর ইতিহাসে ২০২৪ সালের ৪ আগস্ট এক কালো দিন। এই দিনে চাম্বল বাজারে অবস্থানরত শান্তিপূর্ণ ছাত্র-জনতার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।' তিনি আহতদের উপযুক্ত চিকিৎসা, পুনর্বাসন ও সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে জুলাই যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মফিজুর রহমান আশিক বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৩ সালে র্যাব কর্তৃক প্রথম দফায় গুমের শিকার এবং ২০২২ সালে সিটিটিসির হাতে দ্বিতীয় দফায় গুম হয়েছিলেন। এছাড়া তিনি ২০২৪ সালে জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন গুম থেকে ফেরত জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান আশিক।
গতকাল বুধবার (১১ জুন) বিকালে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণ কর্মসূচি শেষে ২০২৪ সালের ৪ আগস্ট বাঁশখালীর চাম্বলে ছাত্রলীগ সন্ত্রাসী ও পুলিশের হামলায় আহত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় সাবেক ছাত্রনেতা আশিক বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদি শাসনামলে খুনি হাসিনা বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল। দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন হলেও এখনো সর্বত্র স্বৈরাচার হাসিনার দোসররা বহাল তবিয়তে আছে। তাই বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে রাষ্ট্র মেরামতের বিকল্প নেই। এই পুনর্গঠন প্রক্রিয়ায় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ঐতিহাসিক সনদ হিসেবে ভূমিকা পালন করবে।
বক্তব্যে বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক 'মহাকাব্য' রচনা করবে প্রত্যাশা ব্যক্ত করেন গুম থেকে ফেরত ছাত্রনেতা আশিক। লিফলেট বিতরণ কর্মসূচিতে বাঁশখালী উপজেলা বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
লিফলেট কর্মসূচি শেষে ছাত্রনেতা আশিক জুলাই যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে আহত জুলাই যোদ্ধাদের কাছ থেকে সেই বিভীষিকাময় দিনের বাস্তব বর্ণনা শোনেন। সেদিনের গুলিবর্ষণকারী অনেকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'বাঁশখালীর ইতিহাসে ২০২৪ সালের ৪ আগস্ট এক কালো দিন। এই দিনে চাম্বল বাজারে অবস্থানরত শান্তিপূর্ণ ছাত্র-জনতার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।' তিনি আহতদের উপযুক্ত চিকিৎসা, পুনর্বাসন ও সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে জুলাই যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মফিজুর রহমান আশিক বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ২০১৩ সালে র্যাব কর্তৃক প্রথম দফায় গুমের শিকার এবং ২০২২ সালে সিটিটিসির হাতে দ্বিতীয় দফায় গুম হয়েছিলেন। এছাড়া তিনি ২০২৪ সালে জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী শুক্রবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ দিন আগেবাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
৩০ আগস্ট ২০২৫মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।
২৩ আগস্ট ২০২৫আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।
১২ আগস্ট ২০২৫