স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়। এ বছর ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে দেশে যুব দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিগত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সি দুই লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চার হাজার ৯৮৫ জন যুবকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এছাড়া এক হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত প্রধান কর্মসূচিতে রয়েছে আজ সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় জাদুঘর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বর্ণাঢ্য যুব র্যালি, সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জাতীয় যুব পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুব-উল-আলম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব ও শেখ মইনউদ্দিন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা রকম কর্মসূচির আয়োজন করেছে।
আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়। এ বছর ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে দেশে যুব দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিগত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সি দুই লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চার হাজার ৯৮৫ জন যুবকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এছাড়া এক হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত প্রধান কর্মসূচিতে রয়েছে আজ সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় জাদুঘর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বর্ণাঢ্য যুব র্যালি, সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জাতীয় যুব পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুব-উল-আলম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব ও শেখ মইনউদ্দিন।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা রকম কর্মসূচির আয়োজন করেছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী শুক্রবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ দিন আগেবাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
৩০ আগস্ট ২০২৫মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।
২৩ আগস্ট ২০২৫সিটিজেন ইনিশিয়েটিভ (সিআই) গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ডাউটি স্ট্রিট চেম্বার্স-এর ব্যারিস্টার স্টিভেন সাচা পাউলস কেসি এবং অ্যালেক্স টিন্সলি সম্প্রতি জাতিসংঘের গণতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা প্রচারের স্বাধীন বিশেষজ্ঞ-এর নিকট শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগে
১০ আগস্ট ২০২৫