আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তর্জাতিক যুব দিবস আজ

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক যুব দিবস আজ

আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়। এ বছর ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে দেশে যুব দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজধানীতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিগত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সি দুই লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং চার হাজার ৯৮৫ জন যুবকে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এছাড়া এক হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে আয়োজিত প্রধান কর্মসূচিতে রয়েছে আজ সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় জাদুঘর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বর্ণাঢ্য যুব র‍্যালি, সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, জাতীয় যুব পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুব-উল-আলম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফয়েজ আহমদ তৈয়্যব ও শেখ মইনউদ্দিন।

এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা রকম কর্মসূচির আয়োজন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ

সব ক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে

টাকা বা পেশিশক্তি নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি: জারা

ঐক্য ছাড়া জাতি অগ্রসর হতে পারে না: অধ্যাপক মুজিব

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন