ভাসানচরের ৩ হাজার অসহায় পরিবারে আল-মারকাজুল ইসলামীর খাদ্য সহায়তা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৩: ৫৩

মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে খাদ্যসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে। আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট ভাসানচরের শরণার্থী ক্যাম্পে ধাপে ধাপে এসব সহায়তা বিতরণ করা হবে।

আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা স্বাস্থ্যসেবা, ত্রাণ ও মানবিক সহায়তা দিয়ে আসছি। দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। আমৃত্যু এ কাজ চালিয়ে যেতে চাই।’

তথ্য কর্মকর্তা নাজমুল হাসান সাকিব জানান, গত সপ্তাহে ৫০০ শিশুর খতনা কর্মসূচি সম্পন্নের সময় নতুন লুঙ্গি ও প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। নির্ধারিত সময়ে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি।

১৯৮৮ সাল থেকে আল-মারকাজুল ইসলামী মানবসেবায় কাজ করছে। সংস্থাটির উদ্যোগে বর্তমানে ১২টি এতিমখানা ও মাদ্রাসা পরিচালিত হচ্ছে। কর্মসংস্থান, পুনর্বাসন, ইফতার-সাহরি ও কোরবানির সহায়তার পাশাপাশি মৃতদেহ দাফন-কাফন এবং কোভিড-১৯ মহামারির সময় বিশেষ সৎকার কার্যক্রমও পরিচালনা করেছে এএমআই।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত