মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে খাদ্যসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে। আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট ভাসানচরের শরণার্থী ক্যাম্পে ধাপে ধাপে এসব সহায়তা বিতরণ করা হবে।
আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা স্বাস্থ্যসেবা, ত্রাণ ও মানবিক সহায়তা দিয়ে আসছি। দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। আমৃত্যু এ কাজ চালিয়ে যেতে চাই।’
তথ্য কর্মকর্তা নাজমুল হাসান সাকিব জানান, গত সপ্তাহে ৫০০ শিশুর খতনা কর্মসূচি সম্পন্নের সময় নতুন লুঙ্গি ও প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। নির্ধারিত সময়ে বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি।
১৯৮৮ সাল থেকে আল-মারকাজুল ইসলামী মানবসেবায় কাজ করছে। সংস্থাটির উদ্যোগে বর্তমানে ১২টি এতিমখানা ও মাদ্রাসা পরিচালিত হচ্ছে। কর্মসংস্থান, পুনর্বাসন, ইফতার-সাহরি ও কোরবানির সহায়তার পাশাপাশি মৃতদেহ দাফন-কাফন এবং কোভিড-১৯ মহামারির সময় বিশেষ সৎকার কার্যক্রমও পরিচালনা করেছে এএমআই।

