যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহীদের ভিসার জন্য দ্রুত আবেদনের পরামর্শ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২: ১৩

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি ভিসার আবেদন দ্রুত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়। যদিও মূল বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল ১৭ জুলাই, সেটিই পুনরায় শেয়ার করে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বীকৃত (সার্টিফাইড) শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের এখনই শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করা উচিত। সময়মতো আবেদন না করলে ভিসা প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত বিলম্ব ঘটতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

মার্কিন দূতাবাস আরো জানিয়েছে, আগেভাগে আবেদন করলে প্রয়োজনীয় প্রক্রিয়া যথাসময়ে শেষ করা সম্ভব হবে এবং শিক্ষা কার্যক্রম শুরুর আগেই শিক্ষার্থীরা ভিসা হাতে পাবেন।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। তাদের মধ্যে অনেকেই সময়মতো আবেদন না করায় জটিলতায় পড়েন। দূতাবাসের এই আহ্বান মূলত সেই জটিলতা এড়াতেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত