তরুণরাই সমাজের আলোকবর্তিকা

স্বাধীন খন্দকার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৫: ০৪

‘সত্য, ন্যায় ও জ্ঞানের চর্চায় তরুণরাই সমাজের আলোকবর্তিকা’ এই বিশ্বাসে আমার দেশ পাঠকমেলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো কার্যনির্বাহী সদস্যদের আলোচনা ও রাকসু নির্বাচনকে ঘিরে এক মতবিনিময় সভা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নিরিবিলি পরিবেশে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন আমার দেশ পাঠক মেলার আহ্বায়ক মো. স্বাধীন খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশরাফি মর্তুজা, নির্বাহী সদস্য সাকিব আল হাসান, জুসাইদ ইসলাম ও মো. আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা।

বিজ্ঞাপন

আলোচনায় বক্তারা সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দীর্ঘদিন পর কার্যক্রমকে নতুন গতিতে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, পাঠকমেলা শুধু পাঠচক্রের আয়োজন করে না, বরং এটি তরুণদের চিন্তা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক দায়িত্ববোধের এক সেতুবন্ধ।

আলোচনায় আহ্বায়ক মো. স্বাধীন খন্দকার বলেন, ‘আমার দেশ পাঠকমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শুধু একটি সংগঠন নয়, এটি এমন একটি পরিবার যেখানে আমরা সবাই মিলে সত্য, ন্যায় ও স্বাধীন চিন্তার পক্ষে কাজ করি। সমাজ, শিক্ষা ও যুব উন্নয়নে আমাদের তরুণ প্রজন্মের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘রাকসু নির্বাচনের পর আমরা শিক্ষার্থীদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব। প্রশাসনের ওপর যথাযথ চাপ সৃষ্টি করে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও ক্যাম্পাস উন্নয়নে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।’

এ সময় উপস্থিত সদস্য ও শিক্ষার্থীরা পাঠকমেলার চলমান কার্যক্রমকে আরো গতিশীল করার প্রস্তাব দেন। তারা বলেন, পাঠকমেলাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করা প্রয়োজন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠকমেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাশরাফি মর্তুজা বলেন, ‘বিভিন্ন প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার কারণে আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল, কিন্তু এখন সময় এসেছে নতুন উদ্যমে কাজ শুরু করার। আমরা চাই পাঠকমেলা হোক তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।’

নির্বাহী সদস্য সাকিব আল হাসান বলেন, ‘আমরা যারা রাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিয়েছি—আমাদের লক্ষ্য কোনো ক্ষমতা নয়, বরং শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষা করা। আমরা বিশ্বাস করি, সততা, সাহস ও ঐক্য থাকলে পরিবর্তন সম্ভব।’

সভায় সদস্যরা একমত হন, পাঠকমেলাকে আরো সক্রিয় করতে বিভাগভিত্তিক কার্যক্রম, পাঠচক্র, সমাজসেবামূলক উদ্যোগ ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নানা আয়োজন গ্রহণ করা হবে। তারা বলেন, ‘আমাদের তরুণদের কলম হবে পরিবর্তনের হাতিয়ার, চিন্তা হবে সমাজের আলোকবর্তিকা।’

উল্লেখ্য, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আহ্বায়ক মো. স্বাধীন খন্দকার কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে (ব্যালট নং ১২) এবং সাকিব আল হাসান কেন্দ্রীয় সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে (ব্যালট নং ১৫) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সভা শেষে শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহ্বায়ক বলেন, ‘একজন শিক্ষক আলোর প্রদীপের মতো, যিনি নিজেকে জ্বালিয়ে শিক্ষার্থীদের পথ দেখান। তাদের প্রতি সম্মান জানানোই আমাদের প্রকৃত মানবিক দায়িত্ব।’ এভাবে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বৈঠক শেষ হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত