সুনামগঞ্জে ‘আমার দেশ পাঠকমেলা’র উদ্যোগে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সিরাত সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার মিলনায়তনে এই সেমিনার ও দোয়া মাহফিল আয়োজিত হয়। পবিত্র মাহে রবিউল আউয়াল এবং ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
আমার দেশ পাঠকমেলার জেলা সেক্রেটারি শাহ্ মুশাহিদ আলম ফয়সলের সঞ্চালনায় এবং সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর প্রধান অতিথি হিসেবে আলোকপাত করেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ও সংগঠক মাওলানা মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আইয়্যামে জাহেলিয়াত তথা অন্ধকারাচ্ছন্ন যুগে মানবজাতিকে সঠিক পথের দিশা দিতে আল্লাহ তায়ালা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-কে দুনিয়ায় পাঠিয়েছেন। তার জীবনাদর্শ প্রতিটি মানবসন্তানের জন্য কল্যাণকর।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের আল-আমিন, আস-সাদিক হতে হলে রাসুলের জীবনাদর্শ অনুসরণ করতে হবে। আচার-আচরণ ও কথাবার্তায় সবার সঙ্গে সুন্দর ও নমনীয় ব্যবহার করতে হবে।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহকে রব, রাসুল (সা.)-কে নেতা, কোরআনকে সংবিধান ও জান্নাতকে আকাঙ্ক্ষা বানাতে হবে। তবেই একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারবে।’
বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ‘পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পথ ও মত হচ্ছে রাসুলের দেখানো পথ। আমাদের সেই রাসুলের আদর্শকে হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনা করতে হবে।’
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা ইসমাঈল হোসাইন, মো. মুজাহিদুল ইসলাম, মাহবুব আলম পুলক, ক্বারী মাহমুদুর রহমান সাদেক এবং ‘আমার দেশ পাঠকমেলা’র সদস্যরা।
অনুষ্ঠানের শেষে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

