দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষিকাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মোবারক হোসাইন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ২০: ২৮

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, মানবজাতিকে আল্লাহ শিক্ষার মাধ্যমেই শ্রেষ্ঠত্ব দান করেছেন। শিক্ষাই জাতির মেরুদন্ড। আর এই মহান গুরুদায়িত্ব পালন করে থাকেন শিক্ষকসমাজ। তাই শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের অন্যতম মৌলিক ভিত্তি।

তিনি রোববার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর জোন (ঢাকা-১৩ আসন) আয়োজিত ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিকা ও পেশাজীবী সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্যামলী রিং রোডের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর জোন পরিচালিকা নাজমুন নাহার।

বিজ্ঞাপন

মোবারক হোসাইন বলেন, সমাজে চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ নৈতিক শিক্ষার অভাব। অতীতের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে নারী সমাজের ভূমিকা ছিল অনন্য। তাই আগামী নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবীবা চৌধুরী, ঢাকা মহানগর উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামাল এবং উত্তরের কর্মপরিষদ সদস্য ফাতিমা খাতুন।

বিশেষ অতিথিরা বলেন, স্বপ্নের বাংলাদেশ গঠনে শিক্ষিকা ও নারী পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শিক্ষার আলোতেই নারীর মর্যাদা, অধিকার ও স্বাধীনতা সর্বোচ্চভাবে নিশ্চিত হতে পারে। তারা আসন্ন নির্বাচনে নৈতিক ও মূল্যবোধনির্ভর সমাজ গঠনে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত