আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুরভীর মামলাটি ছিল বানোয়াট: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

সুরভীর মামলাটি ছিল বানোয়াট: নাহিদ ইসলাম
টঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আমার দেশ

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুরো বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার দিবাগত রাতে সুরভীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্বপাড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী যদি কোনো অন্যায়ও করে থাকতেন, দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি সুবিধা বা অধিকার পাওয়ার কথা ছিল তিনি তা পাননি। তার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। আমরা পরে জানতে পেরেছি, পুরো মামলাটি ছিল বানোয়াট।

এনসিপির এই নেতা বলেন, সুরভীকে একটি মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। ১১দিন তাকে জেল খাটতে হয়েছে। মঙ্গলবার তার রিমান্ড চাওয়া হয়েছিল। দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তার বয়সের ব্যাপারটাকে লুকিয়ে আদালতে রিমান্ড মঞ্জুর করানো হয়েছিল। সর্বোপরি জনগণের প্রতিবাদের মুখে রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের কিছু কিছু মিডিয়া ৫ আগস্টের পর থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের বিশেষ করে পরিচিত জুলাইযোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে। সুরভীর বিষয়টিও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এ ঘটনাকেও আমরা তারই ধারাবাহিকতা হিসেবেই দেখি। এর আগে আমরা হবিগঞ্জেও দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এনসিপির এই নেতা বলেন, কালের কণ্ঠ, কালবেলাসহ বিভিন্ন মিডিয়া থেকে জুলাইযোদ্ধাদের নিয়ে কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই না করে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে একটি পরিকল্পিত চক্রান্ত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের সারা দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার জন্যই এ ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু জানে ৫ আগস্টের পরে কারা চাঁদাবাজি, দুর্নীতি ও জমি দখল করেছে। সেই ঘটনাকে ও প্রকৃত চাঁদাবাজদের আড়াল করার জন্য জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নামে মিথ্যা দোষারোপ করা হচ্ছে।

তিনি বলেন, আমরা দেখছি বড় দুটি মিডিয়া হাউসের সম্পাদক একটি বড় দলের পক্ষে মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছেন; একটি দল বিজয়ী হবে বলে ধরনের প্রচারণা করছেন। একটি মিথ্যা জরিপ ছেড়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে। সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে ঘোষণা করতে পারে, সেজন্য একটা পরিস্থিতি ও পরিবেশ তৈরি করা হচ্ছে। বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে।

নাহিদ বলেন, আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এ ধরনের পরিকল্পনা যারা করছে তারা সফল হবে না। মিডিয়ার প্রতি আমাদের অনুরোধ, আপনারা নিরপেক্ষ অবস্থান নিন, সত্য প্রচার করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন