এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৩: ৪৫
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১৩: ৫৯

জুলাই সনদে স্বাক্ষরই জাতীয় ঐক্য নয়, জাতীয় ঐক্যের নামে জাতীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমে শ্রমিকরা সবথেকে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি সারা বাংলাদেশের শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠিত করবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর)রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা জাতীয় ঐক্য নয়। সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত স্বার্থের ভিত্তিতে লড়াই-ই হলো জাতীয় ঐক্য।

এ সময় কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনে শ্রম কমিশন ও স্বাস্থ্য কমিশন নিয়ে আলোচনা হয়নি।

বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত