জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে।
তিনি বলেন, যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনি প্রচারণা হামলায় চালায়, বাঁধা সৃষ্টি করে। পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে।
পুলিশের উপস্থিতি হামলা-ভাংচুর ও গুলি বর্ষণ করার পরও এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের আটক না করায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামী বার-বার দাবি জানিয়েছে, প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। প্রশাসনে দলীয়করণের ফলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না।
শুক্রবার সকালে জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিঝিল পূর্ব থানা আমির মো. নুরুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। কমলাপুর শেরে-বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহন করেন। প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
এর আগে মতিঝিল উত্তর থানা আয়োজিত ড. হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্ট মতিঝিল টিএ কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। এতে ড. হেলাল উদ্দিন ছাড়াও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

