বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষা অনুধাবন করতে পেরেছেন। এখন দেশে চলছে মেধা-ভিত্তিক রাজনীতি, যেখানে ভুলের কোনো সুযোগ নেই। ভুল করলেই তরুণরা সুইচ অফ করে দেবে, কারণ তাদের হাতে অনেক অপশন আছে।
রোববার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘তারেক রহমানের ৩১ দফায় আগামীর রাষ্ট্রভাবনা এবং স্বাস্থ্যব্যবস্থা প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, নতুন প্রজন্মের ধৈর্য কম— তাদের প্রত্যাশা আকাশচুম্বী। তাই শুরু থেকেই কাজে নেমে পড়তে হবে। মানুষের মনে বিএনপি ক্ষমতায় এলে তাদের কী উপকার হবে তা পরিষ্কার ধারণা দিতে হবে। তারেক রহমান কোনো সংঘর্ষমুখী রাজনীতি চান না। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে পারলে প্রতিটি পরিবার মাসে ৫ থেকে ১০ হাজার টাকা সাশ্রয় করতে পারবে। এতে জীবনযাত্রার মানও উন্নত হবে।
চিকিৎসকদের কর্মসংস্থান সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক চিকিৎসক ১৫–২০ হাজার টাকায় ক্লিনিকে কাজ করছেন— এ সমস্যার সমাধান করা হবে।
আলোচনা সভায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, দেশের সংকটময় মুহূর্তে চিকিৎসকরা সবসময় জনগণের পাশে থেকেছেন।তারেক রহমান ২০২৩ সালে যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই।’

