প্রবন্ধটি প্রত্যাহ্যার করল ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ২১: ২৫

মুক্তিযুদ্ধ নিয়ে একটি বিতর্কিত প্রবন্ধ প্রকাশের ঘটনায় দু:খ প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রবন্ধটি অনলাইন থেকে এবং প্রিন্ট কপি প্রত্যাহার করেছে ইসলামী ছাত্রশিবিরের মাসিক পত্রিকা ‘ছাত্র সংবাদ’। বুধবার এক বিবৃতিতে এই দু:খ প্রকাশের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঐতিহ্যগতভাবে 'ছাত্র সংবাদ' মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাহিকতায় গত ডিসেম্বর'২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত 'যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি' শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে 'ছাত্র সংবাদ'-এর পরিষ্কার বক্তব্য, মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে 'ছাত্র সংবাদ' আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সাথে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে 'ছাত্র সংবাদ' দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছে যে, মহান মুক্তিযুদ্ধের প্রতি ছাত্রশিবির সবসময় শ্রদ্ধাশীল। ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা রক্ষায় সকল গণআন্দোলনে ছাত্রশিবির সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত