জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন কমিশনের সঙ্গেও মব তৈরি করে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দিন নাছির বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপি বিভিন্ন ইস্যুতে মব তৈরি করছে। নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে তারা মব সৃষ্টি করে সেই সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করছে। এ কারণে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং মবের চাপে পড়ে সিদ্ধান্ত পরিবর্তন না করার অনুরোধ করা হয়েছে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালটের আয়োজনে নির্বাচন কমিশনের পুওর ম্যানেজমেন্ট ছিল। জামায়াতে ইসলামী ও শিবিরের লোকজনের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। নির্বাচন কমিশনও এ ক্ষেত্রে পুওর ম্যানেজমেন্টের কথা স্বীকার করেছে।
এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশনও নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। তবে পরবর্তীতে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এ বিষয়ে তাদের অবস্থান নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


জবিতে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রাম নীতিমালা সংশোধন ঘিরে বিতর্ক
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার