উচ্চকক্ষ বাতিলের দাবি, গুরুত্বপূর্ণ নিয়োগে ঐক্যমত্যের প্রশ্ন তুলল সিপিবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৯: ৩৩

উচ্চকক্ষকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন,বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উচ্চকক্ষ অপ্রয়োজনীয়৷

বিজ্ঞাপন

বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। সেই কারণে আমরা উচ্চকক্ষ সংক্রান্ত আলোচনা থেকে নিজেদের বিরত রেখেছি।

জাতীয় ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাবরক্ষক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল), এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে যদি সব দল একমত না হয়, তাহলে এই আলোচনাটা আনা ঠিক হবে না। কারণ দেখা যাবে—সবাই একমত না হলেও কাগজে লেখা থাকবে আমরা ঐক্যমতে পৌঁছেছি। অথচ পরে যারা একমত না হয়েছে, তারা তো পার্লামেন্টে গিয়ে এটা পাশ করবে না। এতে মানুষের কাছে বিভ্রান্তি তৈরি হবে।’

তিনি আরো বলেন, এই কারণেই তো প্রথম দিকে বিএনপি এই আলোচনা থেকে বের হয়ে গিয়েছিল, কারণ তারা মনে করেছিল এসব বিষয় সংবিধানে সংযোজনের প্রয়োজন নেই। তখনই আমরা বলেছিলাম, তারা যেহেতু এটা মনে করে, তাহলে এ ধরনের আলোচনা বাদ দেওয়া উচিত। ঐকমত্য ছাড়া এসব জোর করে করলে কোনো লাভ হবে না।

আজকেও তারা (বিএনপি) উপস্থিত ছিলেন। আমরা এই বিষয়ে ঐক্যমত্যের কথা বলেছি। তাই বিস্তারিত বলছি না। কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি কোনো বড় দল একমত না হয়, তাহলে এই বিষয়ে ঐকমত্য হয়েছে বলা যথাযথ হবে না।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত