৭১ ও ২৪-এর অভিমুখ পরস্পর বিপরীতমুখী নয়: স্বপন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ২১: ০৮

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ৫ আগস্টের পর ৭১ ও ২৪ যেমন পরস্পর মুখোমুখি নয়, তেমনি সংস্কার এবং নির্বাচনও কেউ কারো প্রতিপক্ষ নয়। বরং ৭১ ও ২৪-এর অভিমুখ একদিকেই। তা হলো ন্যায় সংগত সমাজ বিনির্মাণের লক্ষ্যে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা। কিন্তু কেউ কেউ বিশেষ স্বার্থ হাসিলে এ দুটোকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, যাহা জনগণের অভিপ্রায় নয়। নতুন রাজনৈতিক সনদ তৈরি করে এবং তার বাস্তবায়নের মাধ্যমে দিয়ে আগামীর বাংলাদেশে বিনির্মাণ হবে।

শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ পাঠানটলিতে 'জুলাই গণঅভ্যুত্থান: আগামীর বাংলাদেশে' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বপন বলেন, গণ অভ্যুত্থানের কয়েক মাস পেরুতেই আমরা আবার নিজ নিজ স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছি। এতে জাতীয় ঐক্য নষ্ট হলে পতিত ফ্যাসিস্টরাই লাভবান হবে। সংস্কারের সম্পন্ন করে দ্রুত নির্বাচনেরও দাবি জানান তিনি।

জেলা সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু,এহসান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সেরু, অ্যাডভোকেট নাজিম উদ্দীন শেখ, মোহাম্মদ হাসান আলী, ফখরুল ইসলাম ফিরোজ ও তাজরিব রহমতুল্লাহ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত