জাতীয় সংকটে একসঙ্গে কাজ করার অঙ্গীকার যুবদল-যুবশক্তির

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২: ০৩

যেকোনো জাতীয় সংকটে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম।

মঙ্গলবার বিকালে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে যুবশক্তির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী শক্তিসহ দেশবিরোধী যেকোনো অপশক্তিকে যৌথভাবে মেকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন দুই যুবনেতা।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বিনিময়কালে মুন্না বলেন, সংস্কার যেমন জরুরি, তেমনি যথাসময়ে জাতীয় নির্বাচন হওয়াটাও জরুরি। যুবদল নির্বাচন ও সংস্কার যথাযথভাবে সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে যুবকদের সঙ্গে নিয়ে আগামী সংসদ নির্বাচন বানচালের সব চেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির পথে হাঁটছে বাংলাদেশ। যুবশক্তি ও যুবদল কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ ও নির্বাচনের জন্য লড়াই করবে।

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে যুবসমাজের প্রতি দেশের প্রত্যাশা অনুযায়ী ঐক্য ধরে রেখে একসঙ্গে কাজ করতে হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক (প্রেস) মুহাম্মাদ আসাদুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) সুফিয়ান রায়হান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত