আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা–১২ আসনের ভোটারদের উদ্দেশে যা বললেন সাইফুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা–১২ আসনের ভোটারদের উদ্দেশে যা বললেন সাইফুল হক

ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোদাল প্রতীক বরাদ্দ দিয়েছে। প্রতীক গ্রহণের পর গণমাধ্যমের সামনে তিনি ঢাকা–১২ আসনের ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সাইফুল হক বলেন, এই প্রতীক কেবল একটি নির্বাচন চিহ্ন নয়—এটি মানুষের আশা, অধিকার ও ন্যায়ের প্রতীক। ঢাকা–১২-এর প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই তিনি একটি আধুনিক, বাসযোগ্য ও বৈষম্যহীন ঢাকা–১২ গড়ে তুলতে চান।

বিজ্ঞাপন

তিনি প্রতিশ্রুতি দেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তিনি অগ্রাধিকার দেবেন। বক্তব্যের শেষে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে সাইফুল হক বলেন,জনগণের বিশ্বাসই আমার রাজনীতির সবচেয়ে বড় শক্তি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, আমজাদ হোসেন, তোফায়েল আহমেদ, হাফিজুর রহমান কবির এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

এদিকে, নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টা সময় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে কোদাল প্রতীক নিয়ে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণসংযোগে ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল হকের সঙ্গে বিএনপি ঢাকা মহানগর উত্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ কর্মসূচিতে ঢাকা–১২ আসনের অন্তর্ভুক্ত তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা ও শেরে বাংলা নগর থানা—এই চার থানার আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী, সমর্থক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতী দলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত এলাকাবাসীকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, এ গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়, উন্নয়ন ভাবনা তুলে ধরা এবং নির্বাচনি বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন