
স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা সময়োপযোগী ও বাস্তবধর্মী সিদ্ধান্ত।
বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণায় দেশের সাধারণ মানুষ আনন্দিত হয়েছে। এর মধ্য দিয়ে গণভোট ও সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হয়েছিল, তা কেটে গেছে।
জোটের নেতারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তাঁরা বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের সব রাজনৈতিক দল এখন নতুন কোনো দাবি না তুলে নির্বাচনী প্রস্তুতিতে মনোনিবেশ করবেন।”
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটের সিদ্ধান্ত একটি “যুগান্তকারী পদক্ষেপ” হিসেবে ইতিহাসে স্থান পাবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন—মোস্তফা জালাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি ও ১২ দলীয় জোটের প্রধান; শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও জোটের মুখপাত্র; সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও জোটের সমন্বয়ক; ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; প্রফেসর নুরুল আমিন বেপারী, চেয়ারম্যান বিকল্পধারা বাংলাদেশ; লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি; শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি; মাওলানা আব্দুল রকিব, চেয়ারম্যান ইসলামী ঐক্য জোট; এডভোকেট আবুল কাশেম, মহাসচিব বাংলাদেশ ইসলামিক পার্টি; আমিনুল ইসলাম, চেয়ারম্যান ইউনাইটেড লিবরাল পার্টি; এম এ মান্নান, সভাপতি নয়া গণতান্ত্রিক পার্টি; এবং ফিরোজ মো. লিটন, চেয়ারম্যান প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ঘোষণা সময়োপযোগী ও বাস্তবধর্মী সিদ্ধান্ত।
বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষণায় দেশের সাধারণ মানুষ আনন্দিত হয়েছে। এর মধ্য দিয়ে গণভোট ও সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হয়েছিল, তা কেটে গেছে।
জোটের নেতারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তাঁরা বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের সব রাজনৈতিক দল এখন নতুন কোনো দাবি না তুলে নির্বাচনী প্রস্তুতিতে মনোনিবেশ করবেন।”
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটের সিদ্ধান্ত একটি “যুগান্তকারী পদক্ষেপ” হিসেবে ইতিহাসে স্থান পাবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন—মোস্তফা জালাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি ও ১২ দলীয় জোটের প্রধান; শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও জোটের মুখপাত্র; সৈয়দ এহসানুল হুদা, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল ও জোটের সমন্বয়ক; ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; প্রফেসর নুরুল আমিন বেপারী, চেয়ারম্যান বিকল্পধারা বাংলাদেশ; লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি; শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান বাংলাদেশ কল্যাণ পার্টি; মাওলানা আব্দুল রকিব, চেয়ারম্যান ইসলামী ঐক্য জোট; এডভোকেট আবুল কাশেম, মহাসচিব বাংলাদেশ ইসলামিক পার্টি; আমিনুল ইসলাম, চেয়ারম্যান ইউনাইটেড লিবরাল পার্টি; এম এ মান্নান, সভাপতি নয়া গণতান্ত্রিক পার্টি; এবং ফিরোজ মো. লিটন, চেয়ারম্যান প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ’ বলে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৩৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও তা স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
৪৪ মিনিট আগে
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা এবং দেশব্যাপী বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এই ধরনের কার্যকলাপ জনগণের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করছে। এই ধরনের অগ্নি-সন্ত্রাস রুখতেই ইসলামী ছাত্রশিবির এই অবস্থান কর্মসূচি পালন করছে।
১ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার ভাষণের পর আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই সনদ স্বাক্ষর করাসহ একাধিক বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে