আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-১৮ থেকে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ থেকে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৮ আসনের ভোটার হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার দলটির মিডিয়া সেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এনসিপির একটি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ থেকে প্রার্থী হতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে কারণে তিনি ভোটার হয়েছেন এই এলাকার। আগে জন্মস্থান চাঁদপুর থেকে ভোটার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

এর আগে এনসিপির একটি সূত্র নিশ্চিত করে, ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য এনসিপি মনোনীত হওয়ায় মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো।

সূত্রমতে, শিগগিরই এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলটির কেন্দ্রীয় অনেক নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...