ষড়যন্ত্র চলছে, তবে বিজয়ী আমাদের হতেই হবে: সোহেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৫: ০১

নানা ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র থাকবে তবে বিজয়ী আমাদের হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ‘হিফযুল কোরআন ও কোরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, একটি মহল বলে বেড়ায় একই শাপের দুই মুখ। একটা আওয়ামী লীগ আরেকটা বিএনপি। যারা এই কথা বলে, তাদের বলবো টিএসসিতে এসে দেখে যান আগে ছাত্রলীগ কি করছে, এখন ছাত্রদল কি করছে?

তিনি বলেন, সাম্প্রতিক সময়ের কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার তবে কিছু কিছু যে ঘটছে না তা আমি বলতে পারছি না। আমরা জানি দীর্ঘ ১৫ বছরে নানা অত্যাচারের শিকার হয়েছে ছাত্রদল, অনেকে রক্তাক্ত হয়েছে, শহীদ হয়েছে। এই কারণে প্রতিহিংসার জন্ম নিতে পারে আমি জানি। এই প্রতিশোধ হতে পারে দুইভাবে। যারা তোমাদের রক্ত নিয়েছে সেটা একই কায়দায় ফিরিয়ে দেয়া। আরেকটা পথ হতে পারে, দক্ষিণ আফ্রিকার উদাহরণ। ২৭ বছর পর নেলসন ম্যান্ডেলার মুক্তির পর শ্বেতাঙ্গদের অত্যাচারের জবাবে প্রতিহিংসা না করে ঐক্যকে মেনে নিয়েছেন বলেই আজ আফ্রিকা উন্নত।

বিএনপির আরেক যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আমাদের এনে দিতে পারে নতুন একটি শাসন ব্যবস্থা, যেখানে সুশাসন রয়েছে। সেইজন্য এদেশে জনগণের সরকার খুব প্রয়োজন। জনগণের সরকার পুনপ্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সবকিছু এনে দিতে পারে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা যদি বিচ্ছিন্ন থাকি ফ্যাসিবাদ সুযোগ নিবে, এরকম সুন্দর পরিবেশ থাকবে না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ নেবে। আমাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সে জন্য ইতোমধ্যে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমরা এখনো দেখতে পাই ফ্যাসিস্ট হাসিনা যেমন বলতো উন্নয়ন আগে, গণতন্ত্র পরে ঠিক তেমনি এই সরকারের অনেকেই বলেন আগে সংস্কার পরে নির্বাচন। সুর কিন্তু ফ্যাসিস্ট হাসিনার মতই। বিএনপি সকলকে নিয়েই পথ চলতে চায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আমান উল্লাহ আমান, ছাত্র সম্পাদক রাকিবুল ইসলাম বকুল প্রমুখ।

হিফযুল কোরআন ও কোরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সঞ্চালনা করেন নাছির উদ্দীন নাছির।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত