শ্রমিক সমাবেশে এনসিপি নেতা আখতার

নতুন সংবিধানই শ্রমিক ও জনগণকে মুক্তি দিতে পারে

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩: ০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের পুরোনো যে সংবিধান আছে সেখানে শ্রমিকদের অধিকার, জানতার অধিকার নিশ্চিত করা হয়নি। এই সংবিধান দেশের মানুষকে মুক্তি দিতে পারেনি। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে নতুন একটি সংবিধানই শ্রমিক এবং জনগণকে মুক্তি দিতে পারে।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এনসিপি নেতা আখতার হোসেন বলেন, শ্রমজীবী মানুষের কথা সংবিধানে পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে। বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, শ্রমিকের অধিকারের কথা থাকে এমন একটি সংবিধান প্রণয়ন করতে হবে।

এনসিপির গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইংয়ের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন দলটির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, রিয়াজ মোর্শেদ, বশির আহম্মেদ, শ্রমিক নেতা আরমান হোসেনসহ এনসিপি ও শ্রমিক উইংয়ের শীর্ষ নেতারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত