‘মানবাধিকার হাইকমিশনের কার্যালয়ের বিষয়ে ড. ইউনূস স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০: ০৪
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০০: ০৫
ছবি: আমার দেশ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় খোলার অনুমোদন দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ এশা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে মিছিলটি শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন।

তিনি বলেন, ড. ইউনূসের ম্যান্ডেট হলো জুলাই গণহত্যার বিচার ও সংস্কার। জুলাই গণহত্যার বিচার আর সংস্কার করে তিনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এছাড়া অন্য কোনো কাজে সময় ব্যয় করার কোনো অধিকার তার নেই। ড. ইউনূস সংস্কার আর বিচার না করে পশ্চিমা কালচার আমদানির ঠিকাদারি নিচ্ছেন। মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় প্রতিষ্ঠার আত্মঘাতী বিষয়ে সময় নষ্ট করছেন। জুলাই গণঅভ্যুত্থানকে এর মাধ্যমে অবমূল্যায়ন করা হচ্ছে। আপনাকে আপনার কাজের কথা স্মরণ রাখতে হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর, করিডোর, মানবাধিকার হাইকমিশনের কার্যালয়ের বিষয়ে ড. ইউনূস স্বৈরাচারী কায়দায় সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশি প্রভুদের খুশি করার জন্য বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক সামাজিক বুদ্ধিজীবী সংগঠনের মতামতকে ইগনোর করেছেন। এভাবে চলতে থাকলে পরিণতি স্বৈরাচারের মত‌ই হবে বলে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি। কারণ বাংলাদেশের মানুষ আধিপত্যবাদকে কখনো প্রশ্রয় দেয়নি এখনো দেবে না ইনশাআল্লাহ।‌

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহদী হাসান শিকদার, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আহাদ।

বিশেষ অতিথির বক্তব্যে মাহদী হাসান শিকদার বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। দেশের কৃষ্টি কালচার ও ধর্ম বিরোধী কোনো কাজ এদেশের মানুষ কখনো মনে নিতে পারেনি। মানবাধিকার হাইকমিশন এদেশে যে মানবাধিকারের আমদানি করবে দেশের মানুষ তাকে ‘মানবাধিকার’ হিসেবে মানে না। সরকারকে অনুরোধ করব এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। না হয় এই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তাতে বাধ্য করবে ইনশাআল্লাহ।

এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মাদ মুহিবুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আতিক বিন সাদিক, নারায়ণগঞ্জ জেলা সভাপতি রাকিবুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত