আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকেই বাংলাদেশকে দুর্বল করার একটি ধারাবাহিক প্রক্রিয়া চলমান রয়েছে।
সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি একথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করে বলেন, রাষ্ট্রের প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর ভেতরে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী দেশের স্বাধীনতা ও গণঅভ্যুত্থানের চেতনা নষ্ট করতে সক্রিয়।
তিনি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিভক্তি তৈরি হলে গোটা জাতি সংকটে পড়বে। শত্রুর বয়ান ও ষড়যন্ত্র মোকাবিলার মধ্য দিয়েই জুলাইয়ের অর্জন ধরে রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

