আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. তানভীর হাসান রবিন গণমিছিল করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর ৬০ ও ৬১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়। এই গণমিছিলে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ অংশ নেন। গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেলে শেষ হয়।
গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে রবিন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা মাঠে আছি। ধানের শীষ জনগণের প্রতীক—এবারের নির্বাচনে এ প্রতীককে জয়ী করেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।”
মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে প্রার্থী রবিনকে স্বাগত জানান।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, ঢাকা-৪ আসনে মানুষের জীবনের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ধানের শীষের প্রার্থী বাস্তবসম্মত পরিকল্পনা দিয়েছেন, যা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।

