শিক্ষা ক্যাডারের দুই হাজার ৭০৬ কর্মকর্তাকে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে তারা বেতনভুক্ত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্রমতে, নানা জটিলতায় দীর্ঘদিন ধরে সরকারি কলেজের শিক্ষকদের (শিক্ষা ক্যাডার) পদোন্নতি আটকে ছিল। এ নিয়ে শিক্ষকরা আন্দোলনও করেন। এক পর্যায়ে, গত ১৯ নভেম্বর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তাকে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

