আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আকসু কর্মকর্তা থাকবেন বিসিবির অধীনে

স্পোর্টস রিপোর্টার
আকসু কর্মকর্তা থাকবেন বিসিবির অধীনে

বিপিএলের সবগুলো আসরে প্রতিটি দলের সঙ্গেই একজন করে দুর্নীতি দমন ইউনিটের আকসু (অ্যান্টি করাপশন অ্যান্ড সিকউরিটি ইউনিট) কর্মকর্তা রাখা হতো। বিসিবির কর্মকর্তা হলেও তার খরচ বহন করত ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে স্বার্থের সংঘাতের ব্যাপারটি বারবার সামনে এসেছিল।

বিজ্ঞাপন

তবে ব্যাপারটি নিয়ে বিসিবি কখনো নেয়নি কঠিন কোনো সিদ্ধান্ত। এবার অবশ্য সেই সিদ্ধান্ত বদল করেছে বিসিবি। দুর্নীতিবিরোধী ইউনিটের কর্মকর্তারা এবার দলের সঙ্গে থাকবেন বিসিবির খরচে-এমনটাই জানিয়েছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বিপিএলে দলগুলোর সঙ্গে স্বার্থের সংঘাত এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছেÑএমনটাই জানান অ্যালেক্স মার্শাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন