আমি ষড়যন্ত্রের শিকার: বিএনপি নেত্রী শিরীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪৬

ফ্যাসিবাদ সরকারের পতনের পর থেকেই তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরীন।

বিজ্ঞাপন

রোববার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন তিনি।

বিলকিস জাহান শিরিন বলেন, একজন নারীকে রাজপথে প্রতিযোগিতা করে উঠে আসতে হয়। সেখানে আনুপাতিক হারে খুব অল্প সংখ্যক নারীই রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। তিনি সেই ভাগ্যবানদের একজন-একেবারে তৃণমূল থেকে উঠে এসেছেন। আজকের বিলকিস জাহান শিরিন হতে পেরেছেন। কিন্তু আজ যেখানে সকলে মিলে তাকে সহযোগিতা করার কথা,পাশে থাকার কথা সেখানে কিছু নষ্ট-ভ্রষ্টরা তার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। রাজপথে টিকতে না পেরে অন্ধকার পথ দিয়ে তাকে রোধ করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

প্রসঙ্গত: আওয়ামী লীগ সরকার পতনের ছয়দিনের ব্যবধানে ১১ আগস্ট দলের সাংগঠনিক সম্পাদকসহ সব পদ-পদবী স্থগিত করা হয় বিলকিস জাহান শিরিনের। একটি গণমাধ্যমে 'বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরীনের' সংবাদ প্রকাশের জের ধরে তার এই পদ স্থগিত করা হয়।

এবিষয়ে তিনি বলেন, 'পুকুর দখল' কথাটি মিথ্যা ও বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। বিগত ৭০ বছরের পূর্বে ক্রয়সূত্রে তার দাদা এই জমির মালিকানায় ভোগ দখল করে আসছে। ওই জমিতে ২০/২৫ জনের অধিক ওয়ারিশ রয়েছে। খাজনাসহ সরকারী অন্যান্য ফি তারাই পরিশোধ করে আসছে। ইতিমধ্যে অনেক ওয়ারিশ তাদের অংশ বিক্রি করেছে এবং সেখানে জলাশয় ভরাট করে স্থাপনাও নির্মিত হয়েছে। ওয়ারিশ হিসাবে তার বাবা ৩ শতকের মালিক যেখানে বাবার ওয়ারিশ হিসাবে তিনি আধা-শতাংশের কম অংশের মালিক। অথচ উদ্দেশ্যেমূলকভাবে তাকে জড়িয়ে ১০ কোটি টাকার মিথ্যা সংবাদ প্রচার করে তাকে, তার পরিবার, এবং তার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং প্রশ্নবিদ্ধ করেছে। তাছাড়া জলাশয় ভরাটের ক্ষেত্রে তার কোনো দায়বদ্ধতা নেই। কারণ ওয়ারিশগণ কেউ তার অধিনস্ত নয়। তারা সকলেই ওয়ারিশ সূত্রে মালিক।

তিনি বলেন, একইভাবে একই সংবাদমাধ্যম তাকে জড়িয়ে একের পর এক মিথ্যা ও বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে যাচ্ছে। এর মধ্যে 'অর্ধকোটি টাকা নিয়ে ফের বিতর্কে শিরীন' শিরোনামে ষড়যন্ত্রমুলকভাবে অসত্য সংবাদ প্রচার করে। অথচ ওই ঘটনার সাথে দূরবর্তী কোন সম্পৃক্ততাও তার নেই।

শিরীন বলেন, তিনি সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। এর মাধ্যমে একটি চিহ্নিত মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র করছে। যেখানে তারা সংবাদমাধ্যমকে ব্যবহার করছে বলে তিনি মনে করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত