আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিম উদ্দিন আলম

স্টাফ রিপোর্টার

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিম উদ্দিন আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

নাজিম উদ্দিন আলম ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরছিফলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ ও ২০০১ সালে ভোলা-৪ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন