আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ার পর তা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন আলোচিত প্রার্থী তাসনিম জারা।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল দায়ের করেন তিনি।
তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে এক শতাংশ ভোটারের মধ্যে দুইজন ভোটারের তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
বিকেলে ইসিতে আপিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, “প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন ভলেন্টিয়ারিং করেছেন। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। আমরা আপিল করেছি। এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব”।
গত ৩ জানুয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন দুইজনের স্বাক্ষরের গড়মিলের কারণে।
এর আগে গত ২৭শে ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায়ই স্বতন্ত্রপ্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।
এদিন, তাসনিম জারা ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছে।
রিটার্নিং কর্মকর্তার রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিনে সারাদেশের ৪২জন প্রার্থী এখন পর্যন্ত আপিল করেছেন। আপিল দায়ের করা যাবে আগামী ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

