শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কুমিল্লার আবাসন প্রতিষ্ঠান চন্দ্রবান বিবি হাউজিং। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সদর উপজেলার চম্পক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়েছে।
এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে চন্দ্রবান বিবি হাউজিং।
মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহিনুর আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রবান বিবি হাউজিংয়ের কর্ণধার চন্দ্রবান বিবি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ আলাউদ্দিন এবং পবিত্র গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুর্ণা দেব।
শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রবান বিবির সর্বকনিষ্ঠ পুত্র এনামুল হক পাখি। এছাড়াও উপস্থিত ছিলেন সাইবা ট্রেড সেন্টারের সভাপতি মোঃ এরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. আই. রিপন, সহ-সভাপতি মো. শাহজাহান, ম্যানেজার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ— জোবেদা আক্তার, ছালেহ বেগম, পেয়ারা বেগম, মাইনুর আক্তার, অপর্ণা দাশ, তুর্ণা দেব, রহিমা চৌধুরী, মাহমুদা আক্তার, তানিয়া সুলতানা ও শিল্পী দেবনাথ।
বিশেষ অতিথির বক্তব্যে এনামুল হক পাখি বলেন, স্কুল ড্রেস একটি আবশ্যক বিষয়। বছরের শুরুতে বই-খাতাসহ অন্যান্য খরচের পাশাপাশি নতুন করে ইউনিফর্ম তৈরি করতে অনেক পরিবারকে হিমশিম খেতে হয়। সেই বিষয়টি বিবেচনা করেই আমরা সকল শিক্ষার্থীর জন্য সাইদুল ইসলাম ভাইয়ের সহযোগিতায় নতুন স্কুল ড্রেস উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ তাদের হাতে এই উপহার তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজে নিয়োজিত থাকতে পারি।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সুনন্দা চক্রবর্তী বলেন, চন্দ্রবান বিবি হাউজিং যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই উপহার পেয়ে আমাদের শিক্ষার্থীদের মুখে যে হাসি ফুটে উঠেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা এই মহৎ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আশা করি সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। নতুন ইউনিফর্ম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। অভিভাবকরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং চন্দ্রবান বিবি হাউজিং এবং সাইদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

