আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদি হত্যার খুনিদের বিচারের দাবিতে

কুমিল্লায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২৭ দিন অতিবাহিত হলেও ওসমান হাদি হত্যার খুনিরা গ্রেপ্তার না হওয়ায় এবং তার স্মরণে আঁকা গ্রাফিতিতে দুর্বৃত্তদের কালি লেপনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা । বৃহস্পতিবার দুপুরে নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

দুপুর ১২টার দিকে ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কান্দিরপাড়ে আসেন। এ সময় তারা দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশাসনের নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, আজ হাদি হত্যার ২৭ দিন পার হলো, কিন্তু দেশের প্রশাসন এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ নীরব। নির্বাচনের ডামাডোলে কী বিচারব্যবস্থা থমকে যাবে?

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত খুনিরা আইনের আওতায় না আসবে, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না।’

বিক্ষোভের অন্যতম কারণ হিসেবে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে এবং বিচারের দাবিতে ক্যাম্পাসে দেয়ালচিত্র আঁকা হয়েছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা সেই গ্রাফিতিতে কালো রং লেপন করে তা মুছে দেওয়ার চেষ্টা করেছে।

বিক্ষুব্ধ সাইফুল ইসলাম নামের শিক্ষার্থী বলেন, সন্ত্রাসীরা রাতের আঁধারে কালো কালি দিয়ে হাদি ভাইয়ের স্মৃতি মুছে দিতে চায়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা কোনো অপশক্তির গোলামি মেনে নেব না। একজন হাদিকে হত্যা করলেও আজ বাংলাদেশে লাখ লাখ হাদি জন্ম নিয়েছে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, সরকার ও প্রশাসন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।

শিক্ষার্থীরা আরো বলেন, ওসমান হাদি হত্যার মূল হোতাদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে গ্রাফিতি নষ্টকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন