আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজামুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
গাজামুখী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলায় খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ খেলাফত আন্দোলন ফিলিস্তিনের গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ত্রাণবাহী নৌযানে হামলা ও আটক করার ঘটনার বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বাদ জুমা গাজামুখি ত্রাণবাহি জাহাজে ইজরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে গাজামুখী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ত্রাণবাহী নৌযানে হামলা ও আটক করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, শৈলী বাহিনীরএ সন্ত্রাসী হামলা বিশ্ব মানবতার বিরুদ্ধে জঘন্য বর্বরতা। সারা বিশ্বের মানবতাবাদী নাগরিকদের প্রতিবাদকে তোয়াক্কা না করে ইসরাইল ফিলিস্তিনের গাজাকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। ফ্লোটিলার নৌযানগুলো গাঁজার ক্ষুধার্ত জনগণের কাছে পৌঁছে দিতে জরুরী খাদ্য, পানি,ঔষধ বহন করছিল। ত্রাণবাহী নৌযান আটকিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের উচিত ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করিয়ে বিচারের মুখোমুখি করা। মাওলানা মিয়াজী অবিলম্বে জাহাজগুলোতে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের মুক্তি দেয়াসহ গাজায় ত্রান পৌঁছাতে ইসরাইলি বাহিনীর অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য বিশ্বনেত্রীবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

মাওলানা মুজিবুর রহমান হামিদী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণ বহরে ইসরাইলী হামলা গ্রেফতার ও অবরোধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দখলদার সন্ত্রাসী ইসরাইলি হামলায় এ পর্যন্ত অর্ধ কোটির বেশি ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করেছে। ধ্বংস স্তূপের নীচে চাপা পড়ে লক্ষ লক্ষ মানুষ নিখোঁজ। ইসরাইলি বাহিনীর নিষেধাজ্ঞার ফলে এক মিলিয়নেরও বেশি শিশু মানবিক সহায়তা থেকে বঞ্চিত। অনাহারে অর্ধ হারে অপুষ্টিতে মারা যাচ্ছে অসংখ্য ফিলিস্তিনি শিশু নারী-পুরুষ। যুবকদেরকে ধরে ধরে গুলি করে হত্যা করে মাটি চাপা দিচ্ছে নিষ্ঠুর ইসরাইলী সৈন্যরা। বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষায় দখলদার ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কামরাঙ্গীরচর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন