সমাবেশে জামায়াত আমির

জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৬: ১৩
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৬: ৩০
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬ সালে কোনো নির্বাচন হবে না।

মঙ্গলবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট দলের ডাকা সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই।

তিনি আরো বলেন, দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই- জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন?”

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দল।

দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন ম্যাখোঁ

ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতি

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘দৃশ্য / অদৃশ্য’ প্রদর্শনী

চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি

সাবেক বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নানের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত