চুয়াডাঙ্গায় তিন দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা মেঘলা আকাশ আর উত্তরের হিমেল হাওয়ায় জেলা জুড়ে কন কনে শীতের দাপট বেড়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছেন স্বাভাবিক জন জীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও কৃষি শ্রমিকরা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
গত দুদিনের তাপমাত্রা ছিল যথাক্রমে সোমবার ১২ দশমিক ৮ ডিগ্রি ও মঙ্গলবার ছিল ১২ দশমিক ৫। গতকালের চেয়ে আজ তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রির বেশি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

