নির্বাচন উপলক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামপন্থি দল: অধ্যাপক মজিবুর

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ১০ জুন ২০২৫, ২৩: ০০
আপডেট : ১১ জুন ২০২৫, ০০: ০৭

ইসলামপন্থি দলগুলো একসঙ্গে আগামী নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদীয় দলের নেতা অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ভোটের মাঠে দেওয়া হতে পারে একক ব্যালট। সেই প্রক্রিয়া চলমান আছে। ইতোমধ্যে এ কাজের আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। জাতীয় সংসদে পবিত্র কোরআনের আইন পাস করার লক্ষ্যে এ জোট হচ্ছে। কোরআনের বিজয় হবেই ইনশাআল্লাহ।’

মঙ্গলবার পাবনার ঈশ্বরদী উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপজেলার আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক মজিবুর বলেন, ৫৪ বছর ধরে মানুষের মতবাদের রাষ্ট্র পরিচালিত হওয়ায় জনগণ প্রকৃত অর্থে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেনি। তাই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা যারা বলছে, তাদের দিকে ঝুঁকছে মানুষ। জনগণ ইতোমধ্যে বলতে শুরু করেছে সব দল দেখা শেষ, যাদের রাষ্ট্র পরিচালনায় দেখা যায়নি, কোরআনের আইন চালু করার জন্য তাদের ক্ষমতায় দেখতে চাই।

উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, পাবনা জেলা আমির ও দলটির মনোনীত পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল, সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান প্রমুখ।

ঈদ পুনর্মিলনীতে আরো বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল গাফফার খান, ঈশ্বরদী উপজেলার সাবেক আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত